Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মল্লিকেরবেড়

ইউনিয়ন তথ্য

ইউনিয়নের নামঃ ৯ নং মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ,

সীমানাঃ উওরে- বাগেরহাট সদর উপজেলাধীন ডেমা ইউনিয়ন এর দক্ষিন পার্শ্বস্ত কলমি দোয়ানিয়া খাল, দক্ষিনে রামপাল উপজেলাধীন ভোজপাতিয়া ইউনিয়নের উওর পার্শ্বস্ত ঘসিয়াখালী খাল, পূর্বে-বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাধীন পশ্চিমের ফয়লা হারা নদী, পশ্চিমে-রামপাল উপজেলাধীন বাঁশতলী ইউনিয়নের পূর্ব  পাশের বিসনা নদী।

 

আয়তনঃ ২৭.০১ বর্গ কিলোমিটার।

লোকসংখ্যাঃ  পুরুষ ৬৯২৮ জন, নারী ৬৪৪২ জন, মোট ১৩৩৭০ জন।

ভোটারঃ পুরুষ-৩৪৫০ জন, নারী ৩৫৩৬ জন, মোট ৬,৮৯৬ জন।

খানার সংখ্যাঃ মোট-২৮৫০ টি।

গ্রামের সংখ্যাঃ ৫টি ১। মল্লিকেরবেড় ২। বড় সন্ন্যাসী ৩। মাদারদিয়া ৪। ছোট সন্ন্যাসী ৫। বেতিবুনিয়া।